শিবির ক্যাডার নাসিরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেনি কেউ

ইঞ্জিনিয়ার মোশাররফকে হত্যাচেষ্টা মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় শিবির ক্যাডার নাসিরের বিরুদ্ধে সাক্ষী দিতে আসেনি কেউই। ফলে বাধ্য হয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন আদালত। গতকাল ২৮ ফেব্রুয়ারি (রোববার) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান এ তথ্য জানান।
আইয়ুব খান বলেন, রোববার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। আসামি শিবির ক্যাডার নাসিরকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ফটিকছড়ি থানার মামলা ০৬ (৫) ১৯৯২, জি.আর ৩৭ / ১৯৯২ নম্বর মামলায় চার্জশিটভুক্ত ২৬ জনের মধ্যে শিবির ক্যাডার নাছির উদ্দিন ১ নম্বর আসামি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৬ ইটভাটা মালিককে আদালত অবমাননার নোটিশ
পরবর্তী নিবন্ধবিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স চালু করছে চসিক