শিপইয়ার্ডে পুরোনো জাহাজে আগুন আগুন

নিয়ন্ত্রণে গলদঘর্ম ফায়ার সার্ভিসের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের উত্তর সলিমপুরে একটি শিপইয়ার্ডে একটি পুরোনো জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে এনবি স্টিল শিপ ইয়ার্ডে ‘ শেলটেক আইস’ নামের একটি রিফার ভ্যাসেলে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিভানোর কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে জোয়ার-ভাটার তারতম্যের কারণে আগুন নেভাতে গলদঘর্ম হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, সোমবার সোয়া তিনটার দিকে সলিমপুরের একটি শিপইয়ার্ডে শেলটেক আইস নামের একটি জাহাজে আগুন লেগেছে। ওখানে ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোহেল রানা জানান, বিকেলে আসা ফায়ার সার্ভিসের টিমটি চলে গেছে। এখন আরেকটি টিম এসেছে। জোয়ার না থাকায় আগুন নিভানোর কাজ করা যাচ্ছে না। জোয়ার আসলে আবার আগুন নেভানোর কাজ শুরু হবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিপইয়ার্ডের এক কর্মকর্তা বলেন, ‘এটি একটি রিফার ভ্যাসেল। কাটার সময় আগুন লেগে গেছে। ইয়ার্ডটির মালিক তসলিম উদ্দিন।’

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় তাল মিলিয়ে চলতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধধারাবাহিক বৈঠক শুরু হচ্ছে বিএনপিতে