শিগগিরই করোনার টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

শিগগিরই বাংলাদেশে করোনাভাইরাসের টিকা যৌথভাবে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের সব কাগজপত্র তৈরি আছে। চুক্তিপত্রও পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। যেকোনো মুহূর্তে আমরা যৌথভাবে টিকা উৎপাদন শুরু করব।
গতকাল শনিবার জাপান থেকে উপহার দেওয়া অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা গ্রহণ শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকগুলো দেশ যৌথভাবে টিকা উৎপাদন করছে। তারা ভালো ফল পাচ্ছেন। টিকা কি যৌথভাবে উৎপাদন হবে নাকি বোতলজাতকরণের কাজ হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের বাল্ক মেডিসিন পাঠাবে, আমাদের এখানে বোতলজাত ও লেভেলিং করা হবে।
দেশে করোনার টিকা প্রয়োজন ২৭ কোটি (দুই ডোজ করে)। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কতটুকু সংগ্রহ করতে পেরেছে? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঠিক তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারবে।
তিনি বলেন, দেশে আমরা হাসপাতাল বেড, ভেন্টিলেশন বানাতে পারি। অধিকতর করোনা ভ্যাকসিন সংরক্ষণ করতে পারি। কিন্তু এই মহামারিকে দূরে রাখার জন্য যেটা প্রয়োজন তা হলো, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তারা ঝুঁকিতে পড়ছেন। তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।
টিকা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, অনেক বাংলাদেশি নাগরিক অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অপেক্ষা করছেন। করোনা প্রতিরোধে বাংলাদেশে টিকাদান কর্মসূচি চালু থাকা অত্যন্ত জরুরি। এজন্য জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে এ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ভোগ মাড়িয়ে কর্মস্থলে ফেরা
পরবর্তী নিবন্ধকাজল চোখে দেওয়ায় গৃহকর্মীকে নির্যাতন চিকিৎসক গ্রেপ্তার