শিক্ষা বাণিজ্য বনাম শিক্ষাজীবন

মীর খালেদ মাহমুদ বাবর | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

দিন দিন মানুষ পেশাদারিত্বের দিকে এমনভাবে ঝুঁকে পড়ছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে বাণিজ্য গড়ে তুলছে একটি মহল। বেসরকারি বিভিন্ন নামধারী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখে সেবার কথা বললেও অন্তরে চলে টাকার হিসাব-নিকাশ। টাকার বিনিময়ে একটি প্রতিষ্ঠান গড়ার অনুমতি পেলেই চলে, এরপর শুরু হয় তাদের এই শিক্ষা বাণিজ্য। বর্তমানে করোনার কারণে দেশের মানুষ নড়বড়ে আর্থিক অবস্থার মধ্য দিয়ে সময় পার করলেও সেদিকে খেয়াল নেই এই প্রতিষ্ঠানগুলোর মালিকদের। তারা তাদের পকেট ভারি করার তালেই বিভোর। অন্যদিকে, একজন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কীভাবে তাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার খরচ যোগাড় করছে সেই খবর নেই কারোরই। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা বোবাকান্না সইতে না পেরে নিজেকে গুটিয়ে নিয়েছে আরও অনেক আগেই। অনেকে এখনো নিজেকে গুটিয়ে নিচ্ছে। এভাবে এই শিক্ষা বাণিজ্য যদি চলতে থাকে তবে ভবিষ্যৎ ছাত্র সমাজ একদিকে শিক্ষাজীবন থেকে ছিটকে পড়বে অন্যদিকে বেকারত্ব বৃদ্ধি পাবে। দেশের শিক্ষাব্যবস্থা যদি এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখে তবে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। তাই শিক্ষাকে বাণিজ্যিক রুপ থেকে বের করে আনতে শিক্ষা খাতে ভর্তুকি দেয়া আবশ্যক। আজকের ছাত্ররাই আগামীর বাংলাদেশ, তাই আসুন শিক্ষা বাণিজ্যকে না বলি। লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধভাষার মাসে নারীদের অবদানের কথা তুলে ধরা হোক
পরবর্তী নিবন্ধবাংলা ভাষা আমাদের গর্ব