বাংলা ভাষা আমাদের গর্ব

শ্রীধর দত্ত | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি আসলে শহিদ মিনার সাজে নানান ফুলে সাজ্জিত। ভাষা শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধায় থাকি অবনত। সভা সেমিনার বক্তৃতায় বর্ণমালার শতো উক্তি। ফেব্রুয়ারি চলে গেলে ভাষাকে দিই কতটুকু ভক্তি। আবার আমরা প্রশ্ন তুলি- শহিদ বেদিতে ফুল দিয়ে নাকি পূজা অর্চনা করি। ধর্মান্ধতা স্মৃতিসৌধ শহিদ মিনারকে করে প্রশ্নবিদ্ধ? সবার ঘরে দেখি সিনেমা সিরিয়াল হিন্দি ছবি। দোকান রেস্টুরেন্ট হোটেল মোটেলে ইংরেজি সাইনবোর্ডে ভরপুর। বাংলা ভাষায় বলি মুখের কথা, বর্ণমালায় লেখাপড়া শিখে হয়েছি মানুষ, ব্যাবসা চাকরি বিদেশ আরও কতোকিছু। বাংলায় শ্বাস-প্রশ্বাস, বাংলার জল মাখি অঙ্গে, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধায় দিই কতটুকু প্রতিদান। বাংলায় পড়ে কি জন্মায়নি – লালন নজরুল রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। বাংলায় বাস বাংলায় খাস স্বপ্ন বুনে ভিনদেশে, মধুসূদনের বিদেশ প্রীতির পেয়েছি প্রমাণ শেষে। তবে কেন ছুটি সবাই ভিন্ন ভাষার ভুলিতে, বাংলা ভাষার চর্চা কেন আপন করি না হৃদে।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে সালাম রফিক বরকত জব্বার শফিউলের রক্ত আমাদের এনে দিয়েছে মায়ের সম্মান, রাষ্ট্রভাষা বাংলার সম্মান বিশ্বের বুকে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান। শুধু ফেব্রুয়ারি মাস আসলে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজায়। তারপর এগারটি মাস পরে থাকে অনাদরে আমার ভাইয়ের রক্তে রাঙানো স্মৃতিস্তম্ভ শহিদ মিনার । একুশে ফেব্রুয়ারি ধারণ করতে হবে মেধা-মননে চর্চায় চৈতন্যে বাস্তবতায়। একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব আমাদের অহংকার।
লেখক: কবি

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বাণিজ্য বনাম শিক্ষাজীবন
পরবর্তী নিবন্ধএ দুঃখ কারে বোঝাই?