এ দুঃখ কারে বোঝাই?

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

এদেশে মেধার কদর নেই বলেই আমাদের মেধাবী প্রজন্মরা পাড়ি জমায় প্রবাসের সচ্ছল জীবনের হাতছানিতে, যেখানে প্রাপ্তিতে মূল্যায়ন হয় মেধার, সচ্ছন্দ ও নিরাপদ হয় যাপিত জীবন, নিশ্চিত হয় পরবর্তী প্রজন্মের ভবিষ্যত।
সাময়িক কষ্ট হলেও সাধারণত বিসিএস ক্যাডাররাই থাকে নিরাপত্তার চাদরে, প্রমোশনের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষায় স্বদেশে নোঙর ফেলে। আর অল্প কিছু মেধাবী মনন পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে উচ্চাকাঙ্ক্ষা দাবিয়ে জীবনকে সমঝোতায় বেঁধে রেখে মাতৃভূমিতে অবস্থান করে-এটা স্বেচ্ছায় নয়, সমঝোতায়। ওরা ও মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায়! কষ্ট হয় ভীষণ, মায়া হয় খুউব, ওদের জন্য।মাতৃভূমির জন্য ভালোবাসার কমতি নেই ওদের কারো মনে, তবু হা-পিত্যেশ করে ওঠে ওদের আড্ডায়। কী হবে এদেশে থেকে, কিচ্ছু নেই! শঠতা নেই ওদের মাঝে এখনো, ওরা সৎ থাকতে চায়। ওরা এখনো বন্ধুতার সংজ্ঞা জানে, তবু ওরাই! নিজের স্বপ্ন, পরিবারের আশা-ভরসা-প্রত্যাশা পূরণ করতে নিরুপায় ওরাই একেক করে পাড়ি জমাচ্ছে প্রবাসে আমাদের মেধাবী প্রজন্মরা।প্রিয় স্বদেশ, ভাষার মাস ফেব্রুয়ারিতেই বলি তোমাকে, এই মাটির অসম্ভব মেধাগুলো মনের কষ্ট নিয়েই তোমার মাটি ছেড়ে যাচ্ছে তারা, আসবে কি আর ফিরে কখনো? শেষ জীবনে? এখানে কি দেশ পারে না ওদের মেধা মননকে দেশের কাজে লাগিয়ে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে মাতৃভূমিতে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে? নিজেকে প্রতিষ্ঠিত করতে, জীবনে স্বচ্ছলতার প্রয়োজনে কেন ওদের দেশ ছাড়তে হবে? হ্যাঁ, উপযুক্ত মূল্যায়ন নেই এই তারুণ্যের শক্তির, এই অসাধারণ মেধার, কারণ ওরা সমঝোতা করতে শেখেনি, ওরা তেলবাজি জানে না! ওরা টেবিলের ওপরে সাইন দিয়ে ফাইল পাশ করিয়ে টেবিলের নীচে হাত বাড়িয়ে ব্রিফকেস কিংবা মোটা এনভেলাপ নিতে জানে না, বিবেকবোধে মরিচা ধরেনি ওদের! যারা এসব পারে জীবনে তারাই হয়তো সফল, সবাই পারে না। কিন্তু ওরা সরাসরি কথা বলা পছন্দ করে বলেই বাঁকা চোখের ক্যামেরা ওদের দিকে ফোকাস হয় তীব্রভাবে। ওরা ওসবের থোড়াই পরোয়া করে, ওরা যে ওদেরই মতন। প্রাণচাঞ্চল্যে ভরপুর ওদের পাশ্চাত্য দেশের স্বচ্ছ সরল সমৃদ্ধ জীবনধারা টানছে, ওরা সাড়া ও দিচ্ছে ব্যাপক, আর আমরা? আমরা কি অ্যাম্বুলেন্সে নিথর দেহ হয়ে অপেক্ষায় থাকবো প্রিয়মুখগুলোকে এক নজর একটু দেখার আঁশ নিয়ে? বহু হাজার মাইল দূর থেকে কেউ বা ছুটে আসতে পারে শেষ দেখা দেখতে, কেউ পারেনা নিয়মের বেড়াজালে আটকে! মনকে প্রবোধ কিভাবে দিই? এ দুঃখ কারে বোঝাই?
লেখক : কবি, প্রাবন্ধিক, শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষা আমাদের গর্ব
পরবর্তী নিবন্ধচলুন ঝরে পড়া শিশুদের পাশে দাঁড়াই