ভাষার মাসে নারীদের অবদানের কথা তুলে ধরা হোক

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- আর এই ভাষা রক্ষা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অনবদ্য ভূমিকা ছিলো। নারী মানে মা, মেয়ে আর কন্যাসন্তানের সমন্বিত রূপ। যাদের ছাড়া হয় না কোনো উন্নতি বা অগ্রগতি, ভাষা আন্দোলনেও তাদের অসংখ্য ভূমিকা ছিলো। ভাষা রক্ষা করতে গিয়ে নারীরা বিভিন্ন আকৃতির রূপ ধারণ করেছিলো। কখনো মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে, কখনো পাকিস্তানি সেনাদের থেকে বাচাঁতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রেখে, কখনো নিজের ছেলে, স্বামী, ভাইকে যুদ্ধে যাবার সাহস জুগিয়ে। হয়তো নারীদের অবদানের কথা তেমন বলা হয় না কোথাও। কিন্তু এই বাঙালি জাতি ও বাংলা ভাষার ইতিহাসে, বায়ান্নর ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ঘটনার জন্য, রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে আপামর জনতা যখন রাজপথে নেমে এসেছিল, তখন পুরুষের পাশাপাশি নারীরাও ছিলো। মিছিল, মিটিং, পোস্টারিং থেকে শুরু করে সবখানেই ছিলো নারীর সক্রিয় অংশগ্রহণ। এই আন্দোলনের কারণে বহু নারী গ্রেপ্তার, নির্যাতিতও হয়েছিলো। তাই পুরুষের পাশাপাশি নারীদের অবদানের কথা স্বীকৃতি দেওয়া হোক। তবেই নারীদের সাফল্যের সার্থকতা ফুটে উঠবে।
আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী
রাজনীতি বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআর্থার মিলার: সাধারণ নাগরিকের কণ্ঠস্বর
পরবর্তী নিবন্ধশিক্ষা বাণিজ্য বনাম শিক্ষাজীবন