শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন গেইমস এর প্রতি তীব্র এডিক্টেট হয়ে পড়ছে। পাবজি, ফ্রি-ফায়ারিং গেইমসসহ নিত্য নতুন বিভিন্ন অনলাইন গেইমস এর প্রতি এডিক্টেট হয়ে এমবির খরচ জোগাড় করতে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এতে নীরবে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এসব ছাত্রদের ব্যাপারে দার্শনিক মুসা আল-হাফিজ এর উক্তিটি যথেষ্ট মনে হয়। ‘শিক্ষার্থীরা যখন পাবজি- ফ্রি ফায়ার খেলে, তখন তারা আসলে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলে!’ এইসব খেলা থেকে বের করে আনতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিকল্প নেই। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

হেদায়ত উল্লাহ মহেশখালী, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসরদার ফজলুল করিম : মননের আলোকবর্তিকা
পরবর্তী নিবন্ধইচ্ছের পরিধি