ইচ্ছের পরিধি

জাহিদ তানছির | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু বাস্তবতায় কখনো কখনো ইচ্ছাগুলো সামর্থের কাছে অসহায়। জীবনে এমনও অনেক ইচ্ছা চাইলেও পূরণ হয়না। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। ব্যক্তি জীবনে সবাই সুখী হতে চায়। কিন্তু কজনেই বা সুখের দেখা পায়। সমাজের অন্যায়, অনাচার, লোভ, লালসা সবই কিন্তু মানুষের ইচ্ছের প্রতিফলন। ভুল পথে পা বাড়িয়ে একজন আরেকজনের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে পৃথিবীতে এমনও অনেক ব্যক্তিত্ব আছেন যাদের ইচ্ছেগুলো বাস্তবে রূপ দিয়ে মানবতার কল্যাণে কাজ করে চির স্মরণীয় হয়ে আছেন। সময়ের তালে মানুষের ইচ্ছেগুলো পরিবর্তনশীল। সঠিক উপায় খুঁজে নিতে পারলেই ইচ্ছে পূরণের পথ বেরিয়ে আসে। নিজের পজিটিভ চিন্তা চেতনায় কেবল ইচ্ছের পরিধিটা সামর্থের মধ্যে রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক
পরবর্তী নিবন্ধস্ট্রোক : ভয় নয়, প্রয়োজন সচেতনতা