শিক্ষা দিবস

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১১ পূর্বাহ্ণ

১৬৬৫ স্পেনের রাজা চতুর্থ ফিলিপ-এ মৃত্যু।
১৭৪৩ ফরাসি সমাজবিদ ও আলোকদাতা জাঁ কদরসে-র জন্ম।
১৮৪৮ সাপ্তাহিক সংবাদপত্র ‘সংবাদ অরুণোদয়’ প্রকাশিত।
১৮৬৪ শ্রীলঙ্কার জাতীয়তাবাদী নেতা ও বৌদ্ধ ভিক্ষু অনাগরিক ধর্মপাল-এর জন্ম।
১৮৬৯ বিশ্বশান্তির অন্যতম প্রবক্তা ও নোবেলশান্তি পুরস্কার বিজয়ী (১৯২১) ক্রিশ্চিয়ান লুজ লাঙ্গে-র জন্ম।
১৮৭১ সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানের উদ্বোধন করা হয়।
১৮৭৭ ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোট-এর মৃত্যু।
১৯০০ কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া ফেডারেল ইউনিয়ন ঘোষিত হয়।
১৯০৩ মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় (অরভিল ও উইলবার) সর্বপ্রথম সাফল্যের সঙ্গে তাঁদের নির্মিত উড়োজাহাজের সফল উড্ডয়ন ঘটান।
১৯১৩ বিশিষ্ট মার্কসবাদী হ্যারি কোয়েলচের-এর মৃত্যু।
১৯৩৬ ফরাসি রসায়নবিদ আঁরি লুই ল্য শাৎলিয়ে-র মৃত্যু।
১৯৪৬ খ্যাতনামা কথাসাহিত্যিক স্যার জেমস জীন্‌স্‌-এর মৃত্যু।
১৯৫৭ মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৬২ গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ববাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত।
১৯৬৪ আইনজীবী ও প্রগতিশীল সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের মৃত্যু।
১৯৭৪ বাংলাদেশে ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৮০ মার্কিন লেখিকা ক্যাথারিন পোর্টার-এর মৃত্যু।
১৯৮০ নিকারাগুয়ার প্রাক্তন রাষ্ট্রপতি অ্যানান্তসিও সামোজা দেবায়েল যুদ্ধক্ষেত্রে নিহত হন।
১৯৮২ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সর্বপ্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯৮৬ দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে অগ্নিকাণ্ডে ১৭৭ জন শ্রমিক নিহত হয়।
১৯৮৮ সিউলে রেকর্ড সংখ্যক দেশের (১৬০টি) অংশগ্রহণ ২৪তম অলিম্পিক গেমস-এর উদ্বোধন হয়।
১৯৯১ এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মান বাড়াতে হবে, নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা
পরবর্তী নিবন্ধজাতীয় শিক্ষা দিবস :