শিক্ষার মৌলিক অধিকার সকল শিশুর জন্য নিশ্চিত করা হোক

লিপি বড়ুয়া | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

শিক্ষা সকল শিশুর মৌলিক অধিকার। উন্নয়নশীল বাংলাদেশে স্বাধীনতার পঞ্চাশ বছরেও শিক্ষার মতো মৌলিক অধিকার সকল শিশুদের জন্য নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠেনি। সুবিধা বঞ্চিত হাজার হাজার শিশু এখনো শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না। শিশুরাই এ দেশের ভবিষ্যত। শিক্ষার আলো প্রতিটি শিশুর মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমাদের দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা প্রয়োজন। জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে প্রতিটি শিশুর অন্তরে। অলিতে গলিতে, চায়ের দোকানে, রেল লাইনের ধারে অজস্র শিশু, কিশোর, কিশোরীকে স্বপ্নহীনভাবে কাজ নিয়ে কিংবা অকারণে ঘুরে বেড়াতে দেখা যায়। কচি মুখগুলো এইভাবে অবহেলায় বেড়ে উঠছে। কাছে ডেকে যদি জানতে চাওয়া হয় পড়াশোনা করো না কেন? তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ফ্যাকাশে মুখে মাথা নীচু করে রাখে। সত্যিই খুব খারাপ লাগে যখন ভাবি এই শিশুদের ও শিক্ষার অধিকার রয়েছে। কিন্তু তাদের দায়িত্ব কে নিবে? উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের শিক্ষা ক্ষেত্রও অনেক এগিয়েছে আগের সময়ের তুলনায়। কিন্তু সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ প্রায় অবহেলিত। তাই এই দিকটা ভেবে দেখা সময়ের দাবি। সরকারি বেসরকারি, বিত্তশালী সবাই হাতে হাত রেখে এই শিশুদের অন্তরে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে। যথাযথ শিক্ষার সুযোগ পেলে এই শিশুরা ধরে রাখবে দেশের সম্মান। এই শিশুরাই একদিন এদেশের নেতৃত্ব দিবে। তাই তাদের জন্য উপযুক্ত শিক্ষার প্রয়োজনীয়তা আবশ্যক।
লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধপর্যটকবান্ধব কক্সবাজার নগরীর প্রত্যাশা
পরবর্তী নিবন্ধগণপরিবহন কবে গণমানুষের হবে