শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেওয়ানপুর এস কে সেন স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল রজ্জাকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। কলেজ শাখার পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক স্বদেশ চক্রবর্তীর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর, সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন, স্কুল শাখার সিনিয়র শিক্ষক পরিতোষ বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মো. সেলিম, সহকারী শিক্ষক সুজন কান্তি দে প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা আধুনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশমাতৃকার সেবায় নিজেদের তৈরী করে নেবে।
বেগম গুলচেমনারা একাডেমী স্কুল : বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ), বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রামের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কো-অর্ডিনেটরসহ প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম ও আবদুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির মতবিনিময়