শিক্ষক অপমান : জাতির লজ্জা

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

একটি দেশের সামগ্রিক অবকাঠামো গঠনে ও সমাজে আলোকিত মানুষ গঠনে একজন শিক্ষকের অবদান অনস্বীকার্য। একজন শিক্ষকই তৈরী করতে পারেন একজন ভালো যোগ্য নাগরিক। শিক্ষক সমাজের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। শিক্ষকদের কখনোই অসম্মান করা যায় না। সারা জীবন তাদেরকে সম্মান জানানোর পরও তাদের ঋণ শোধ করা যায় না। কিন্তু এই শিক্ষকদের পদে পদে লাঞ্ছিত হতে হচ্ছে। শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মা বাবা যদি সন্তানদের মূল্যবোধ শেখাই, তাহলে মনে হয় সন্তানেরা সুশিক্ষায় গড়ে উঠবে এবং জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রত্যেকের মানবিক গুনাবলি, আনুগত্য, অনুশাসন ও পারস্পরিক শ্রদ্ধাভক্তি খুব দরকার। কিন্তু দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে।

এম.এ.গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্বামী বিবেকানন্দ : দেশব্রতী ও মহান মানবপ্রেমিক
পরবর্তী নিবন্ধকিশোর অপরাধ ও আমাদের দায়বদ্ধতা