শিক্ষকের সাথে অশোভন আচরণের ঘটনা তদন্তে পুলিশ

পলিটেকনিক ইনস্টিটিউট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ পর্বের সমাপনী পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের সাথে অশোভন আচরণের ঘটনা তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। গত ৩ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। এর আগে ঘটনা তদন্তের অনুমতি চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। অশোভন আচরণের শিকার শিক্ষক প্রকাশ সিকদার আজাদীকে বলেন, আমার সাথে অশোভন আচরণের ঘটনায় খুলশী থানায় সাধারণ ডায়েরী করেছিলাম। সেটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে বিচারক শুনানি শেষে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি শিক্ষক প্রকাশ সিকদারের সাথে অশোভন আচরণের ঘটনাটি ঘটে। সেদিন তিনি বলেছিলেন, পরীক্ষা চলার সময়ে ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ওমর, সাদমান ও কাউসার নামের তিনজন এসে পরীক্ষায় বসা চারজনের কাছ থেকে জানতে চান, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। উত্তরে তারা বলেন, হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে। এর জেরে ওমর, সাদমান ও কাউসার আমার সাথে অশোভন আচরণ করেন। আধা ঘণ্টা পর পরীক্ষায় বসা চারজনের তিনজন খাতা জমা দিয়ে বের হয়ে যায়। নির্দিষ্ট সময় পার না হওয়ায় আমি তাদের প্রশ্ন রেখে দিই। পরে ছাত্রলীগ নেতা ওমর, সাদমান ও কাউসার আবারও আসে এবং ফের অশোভন আচরণ করেন। এক পর্যায়ে কট্রোলার এসে তাদের চলে যেতে বললেও তারা ফিরে যায়নি। তখন বিভাগীয় প্রধান এসে তাদের খাতা জমা দিয়ে চলে যাওয়া তিনজনকে পরীক্ষা দিতে বলেন। তারা তিন ঘণ্টা পরীক্ষা দেন। এরপর তারা আবারও আমার কাছে এসে অশোভন আচরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ৬ ঘণ্টা ব্যাংকিং সেবা বিঘ্নিত
পরবর্তী নিবন্ধপ্রাইভেট কারে যমজ সন্তানের জন্ম!