শাহাদাত মুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মুক্তি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডা. শাহাদাত হোসেন মুক্তি পরিষদ।
আরিফ মেহেদী, আলিফ উদ্দিন রুবেল ও এন মোহাম্মদ রিমনে নেতৃত্বে মিছিলটি গতকাল শুক্রবার জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে কাজীর দেউড়ি
মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তব্য দেন, শাহরিয়ার আহমেদ, আব্দুর রাজ্জাক, ইমরান হোসেন সাগর, আব্দুল মান্নান রানা, আমিনুল ইসলাম অপু, নাহিদ আলম, মো. আনোয়ার হোসেন বাপ্পী। এসময় বক্তারা ডা. শাহাদাতসহ নেতাকর্মীদের মুক্তি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষে সাহিত্য পাঠচক্রের শতদিনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধজয় দিয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর