মুজিববর্ষে সাহিত্য পাঠচক্রের শতদিনের কর্মসূচি

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় জয়বাংলা’ স্লোগানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শততম দিনে শততম গান, বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী পাঠ, শত স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে কথোপকথন পর্বের অনুষ্ঠান সমপ্রতি ভার্চুয়ালি শেষ হয়।
শততম দিনের এ কর্মসূচিতে কবিতা আবৃত্তি করেন শিক্ষক বাবুল কান্তি দাশ, সঙ্গীত পরিবেশন করেন লূপর্ণা মূৎসূদ্দী লোপা, বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী পাঠ করেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবিতা পাঠ করেন আসিফ ইকবাল, বঙ্গবন্ধুকে নিয়ে কথোপকথন করেন লায়ন সুজিত কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ল ১৭টি দোকান
পরবর্তী নিবন্ধশাহাদাত মুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ