ফটিকছড়িতে আগুনে পুড়ল ১৭টি দোকান

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউপির শ্বেতছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আব্দুর রশিদ মিস্ত্রীর ফার্নিচারের দোকান, মোহাম্মদ জামালের গুদাম ঘর, মো. রবিউল আলমের গাড়ির গ্যারেজ, মো. শাহাদাত হোসেনের খাবার হোটেল, আব্দুল মালেক সওদাগরের দোকান, আব্দুল হামিদের ৪টি গুদাম ঘর, আব্দুল মতিনের সৌর বিদ্যুৎ সরঞ্জামের দোকান, নুর ইসলামের ক্রোকারিজের দোকান, মোহাম্মদ মোস্তফার বসতঘর, মো. রুবেলের ফলের আড়ত, মোহাম্মদ ইউসুফের সিএনজি গ্যারেজ, মো. আবুল খায়েরের পরিত্যক্ত দোকান ও মোহাম্মদ আবুল মুনসুরের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। কিভাবে আগুন লাগছে তা তারা ধারণা করতে পারছেন না। নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাসান আকবরসহ সাংবাদিকদের করোনামুক্তির জন্য দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমুজিববর্ষে সাহিত্য পাঠচক্রের শতদিনের কর্মসূচি