হাসান আকবরসহ সাংবাদিকদের করোনামুক্তির জন্য দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরসহ করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় নাসিরাবাদ শাহী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনা দোয়া মাহফিলে সাংবাদিক হাসান আকবরসহ করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা এবং বাংলাদেশসহ বিশ্বকে করোনা মহামারিমুক্ত করার জন্য মোনাজাত করা হয়। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, কবির আহম্মদ, নুরুল আলম চৌধুরী, নাসির উদ্দীন, আমির হোসেন খান, অহিদ চৌধুরী মুক্তি, আবু বক্কর চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, শওকত আলী, শাখাওয়াত হোসেন অপু, নুরুল আবছার রাফিসহ মুসল্লিরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় করোনায় মৃতদের দাফন ও সৎকারে প্রস্তুত কোয়ান্টাম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ল ১৭টি দোকান