জয় দিয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচেই উত্তেজনা ছড়ালো। দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে শুভ সূচনা করেছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। দারুণ জমে উঠা ম্যাচটি বিরাট কোহলির দল জিতে নিয়েছে ২ উইকেটে একেবারে শেষ বলে। হার্শাল প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ের পর এবি ডি ভিলিয়ার্সের দারুণ ব্যাটিং বেঙ্গালুরুকে শুভ সূচনা করতে সহায়তা করে। হার দিয়ে এবারের আইপিএল শুরু হল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের।
প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন। এছাড়া সুরিয়া কুমার যাদব ৩১, ঈশান কিশান ২৮, হার্দিক পান্ডিয়া ১৩ এবং অধিনায়ক রোহিত শর্মা করেন ১৯ রান। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর পক্ষে ২৭ রানে ৫ উইকেট নেন হারশাল প্যাটেল। জবাবে ব্যাট করতে নামা বেঙ্গালুরু শুরুটা ভালো করতে পারেনি। তবে অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাঙওয়েল এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিং বেঙ্গালুরুকে প্রথম ম্যাচে জয় পাইয়ে দেয়। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন এবিডি ভিলিয়ার্স। এছাড়া অধিনায়ক কোহলি৩৩, ম্যাঙওয়েল ৩৯ এবং ওয়াশিংটন সুন্দর করেন ১০ রান। ম্যাচ সেরা হয়েছেন হার্শাল প্যাটেল।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাত মুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধড. জাহিদ হোসেন শরীফ ইউসিটিসির উপ-উপাচার্য