ড. জাহিদ হোসেন শরীফ ইউসিটিসির উপ-উপাচার্য

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। সমপ্রতি এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩২ (১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য পদে চার বছরের জন্য পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো জাহিদ হোসেন শরীফকে নিয়োগ দেওয়া হলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর
পরবর্তী নিবন্ধমিশরে তিনহাজার বছর পূর্বের পুরাতন নগরী আবিষ্কার