মিশরে তিনহাজার বছর পূর্বের পুরাতন নগরী আবিষ্কার

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

মিশরের বালি খুঁড়ে তিন হাজার বছর আগের একটি হারিয়ে যাওয়া পুরাতন নগরীর সন্ধান পাওয়া গেছে, যেখানে ফারাওরা বসবাস করতেন। প্রত্নতাত্ত্বিকরা একে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন। বিবিসি জানায়, খ্যাতিমান ইজিপ্টলোজিস্ট জাহি হাওয়াস বৃহস্পতিবার নীল নদের পূর্ব পাড়ের নগরী লাঙরের কাছে ‘লস্ট গোল্ডেন সিটি’ আবিষ্কারের ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, এটা মিশরে আবিষ্কার হওয়ার সব থেকে বড় পুরাতন নগরী। যেটি ‘আতেন’ নামে পরিচিত। যেখানে এই নগরীর সন্ধান পাওয়া গেছে সেখানে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়। ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের আমলে এই নগরীর গোড়াপত্তন হয়। সব থেকে শক্তিশালী ফারাও রাজাদের একজন তৃতীয় আমেনহোতেপ খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫৩ পর্যন্ত রাজত্ব করেন। ফারাও রাজা এওয়াই এবং তুতেনখামেনও এই নগরী ব্যবহার করেছেন। এই নগরীর কাছেই ১৯২২ সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কার হয়।

পূর্ববর্তী নিবন্ধড. জাহিদ হোসেন শরীফ ইউসিটিসির উপ-উপাচার্য
পরবর্তী নিবন্ধনাজিরহাট পৌরসভায় সড়কের নির্মাণ কাজ উদ্বোধন