শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন

সাঈদীর রায় ঘিরে সাতকানিয়ায় ভাঙচুর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ার চরতীর রূপনগর সুদর্শন বিহার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় জামায়াত নেতা ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দেন। চার্জগঠন শেষে আগামী ৩০ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। আদালতের একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হয়। এর জের ধরে সেদিন বৌদ্ধ মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মন্দিরের পক্ষ থেকে একটি মামলা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। সূত্র আরো জানায়, চার্জশিটভুক্ত ১৮ জনের মধ্যে ১৩ জন পলাতক। শাহজাহান চৌধুরীসহ বাকীরা জামিনে রয়েছেন। তবে তিনি অন্য মামলায় কারাগারে আছেন।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে ছিনতাই বাধা দিলে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধ২০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার