শামীমের নতুন গান

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

ক্রীড়াঙ্গনের মানুষ শামীম আহমেদ। ক্রীড়া জীবনের পর কোচ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। চট্টগ্রামে মেয়েদের খেলাধুলার কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এখন তার বিচরণ দেশের সঙ্গীতাঙ্গনে। অনেকটা পারিবারিক সূত্র ধরেই গানের জগতে আসেন শামীম আহমেদ। তার আপন চাচা দেশের প্রখ্যাত চারণ কবি মোহাম্মদ শাহ বাঙালির একান্ত ইচ্ছা আর উৎসাহে সঙ্গীত চর্চার প্রেরণা পান তিনি। এবার সঙ্গীত পিয়াসীদের জন্য তার উপহার প্রথম একক মৌলিক গানের মিউজিক ভিডিওটি সঙ্গীতা মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘হৃদয়ের কান্না দেখা যায় না’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে আছে মোট দশটি গান। লোকগীতি, মরমী ও আধুনিক গানের সমন্বয়ে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিওটি। যার মধ্যে আছে কণ্ঠশিল্পী পুতুলের সাথে দ্বৈত কণ্ঠে গাওয়া একটি রোমান্টিক গান। গানগুলো রেকর্ডিং করা হয়েছে ঢাকা ডিজিটাল অডিও আর্ট এবং চট্টগ্রামের নিপুন স্টুডিওতে।
শামীম আহমেদের মিউজিক ভিডিও প্রকাশে সহযোগিতা করেছেন সঙ্গীত শিল্পী আলাউদ্দিন আলো। সংগীতা প্রযোজিত ‘হৃদয়ের কান্না দেখা যায় না’ মিউজিক ভিডিওটিতে যে গানগুলো আছে তা হলো: ঝুমুর ঝুমুর নুপুর বাজে, এই নীল মনিহার, নিষ্ঠুর প্রিয়া, সূর্য গেছে মেঘের বাড়ী, তুমি চাঁদ, মনমুনিয়া, আমার জীবনটা আঁধারে ঢাকা আল্লাহর নামে জিকির কর, জীবনটা কি যে হল, থাকবনা আর, দিনের শেষ।

পূর্ববর্তী নিবন্ধসিলভার স্ক্রীনে ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ইটারনালস
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন মুনমুন