শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ এ তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের।
শামসুজ্জামান খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও বাংলা একাডেমির আরও তিনজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যরা হলেন, অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ, গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর এবং একাডেমির সচিব এ এইচ এম লোকমান। বর্তমানে তারা সবাই বাসায় ‘আইসোলেশনে’ থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঘোড়ায় চড়ে আন্দোলনে আসা সেই হেফাজত কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্ত্রীর সঙ্গে মামুনুলের ‘ফোনালাপ’ ভাইরাল