শান্তি বিনষ্টের কারণে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীসহ আটক ৪

টেকনাফে ইউপি নির্বাচন

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

টেকনাফে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন ও প্রতিপক্ষের সাাথে সংঘর্ষে লিপ্ত হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অভিযোগে সাবরাং ইউনিয়নের ৯ নং ওর্য়াডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ইউপি সদস্য ফজলুল হক ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া এলাকায় প্রচারণাকালে দু’পক্ষের কর্মী সমর্থকসহ দু’প্রার্থী আহত হন। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দেয়ার জন্য টেকনাফ থানায় উপস্থিত হয়। এক পর্যায়ে ২ প্রার্থীসহ চারজনকে আটক করে পুলিশ। গতকাল বিকেলে নির্বাচনী বিধি ভঙ্গ করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করায় তাদেরকে কঙবাজার আদালতে প্রেরণ করা হয়। টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসন কঠোর রয়েছে। তাই শান্তির্পূণ পরিবেশ বজায় রাখতে প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর উপজেলার ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রংগীখালী গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেম্বার জামাল হোসাইন ও নুরুল বসরের কর্মী সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকালে গোলাগুলির ঘটনায় দু’জন, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এনামুল হক ও আলী আহমদের কর্মী সর্মথকদের মধ্যে মারামারিতে ৭/৮ জন ও সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও মিস্ত্রী পাড়ার ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে বলে জানা যায়। এদিকে নির্বাচনী আচরণবিধি যথাযথ মেনে চলার জন্য ভ্রাম্যমান আদালত কাজ শুরু করেছে। গত সোমবার আচরণবিধি লঙ্গন করায় দু’ চেয়ারম্যান ও এক মেম্বার প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী। তিনি বলেন-অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, দম্পত্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকার ঘরে বসত করে কোন জনা