গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, দম্পত্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মাইট্টাইল্লা পাড়া নাছির বিল্ডিয়ের চতুর্থ তলার বাসিন্দা মো. সিরাজ (৫০) ও তার স্ত্রী সাহেদা আক্তার পিংকি (৩২)। গত সোমবার ভোর রাতে মাইট্ট্যালাপাড়া থেকে প্রথমে সিরাজকে ও সকাল ৯টার দিকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে দৈনিক আজাদীকে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে এক নারীকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল সিরাজ। সর্বশেষ গত ৫ জানুয়ারিও ধর্ষণ করে।
এতে সে গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে ওই নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগে পাহাড়তলী থানায় সিরাজ ও পিংকিকে আসামি করে মামলা দায়ের করে সে।
মামলা দায়ের আগে ধর্ষণের শিকার ওই মহিলা সিরাজের স্ত্রী সাহেদা আক্তার পিংকিকে বিস্তারিত জানিয়েছিল। তবে পিংকি ধর্ষণের শিকার মহিলাকে উল্টো ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয় বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে কচুরিপানা, নৌযান চলাচলে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধশান্তি বিনষ্টের কারণে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীসহ আটক ৪