বটতলী ছেড়ে যায় সকালের ট্রেন
গড়গড় বেজে চলে মনে হয় ক্রেন
হুড়োহুড়ি লাগে রোজ আগে বসা নিয়ে
বন্ধুর সিট ধরা বই খাতা দিয়ে।
তড়িঘড়ি হাতে পায় সোনার হরিণ
গল্পের রসায়নে জমে ওঠে দিন।
শাটলের ইতিহাস বিনোদনে ভরা
আনন্দ বেদনার মহাগীত গড়া।
সুখ-দুখ ভালোবাসা মাখামাখি তাই
সমমানে জনপ্রিয় সন্দেহ নাই।
গানে গানে শাটলের পথ চলা শুরু
দিনে দিনে গড়ে ওঠে আগামীর গুরু।
হাতেখড়ি হয় কতো নামী শিল্পীর
গলা ছেড়ে গায় গান মহাসুখী বীর।
হুইসেলে ঘুম ভাঙে চবি ক্যাম্পাস
কোলাহলে মুখরিত হয় আশপাশ।
পাঠ শেষে জ্ঞানীগুণী এদেশের ধন
গড়ে ওঠে যুগে যুগে নরনারীগণ।