শাটল ট্রেনে চড়ছি কতো
ফিরছি অতীত কালে।
বগির কাঠের তবলা শুনে
নাচছি ঢাকের তালে।
সুরের আগুন জ্বলছে যত
গহীন মনের মাঝে।
হারানো সেই দিনের শেষে
ফিরছি যেন সাঁঝে।
গান লিখেছে কেউবা বসে
কেউবা ছিল সুরে।
যার গলাটা ভালো ছিল
তিনি ছিলেন দূরে।
ষোল শহর থেকে যখন
ট্রেন চলেছে ছুটে।
সকল দুঃখ ভুলে যেতাম
শাটল ট্রেনে উঠে।
ভিড় ঠেলে যেই ট্রেনে উঠি
থাকতো মুখে হাসি।
তাইনা দেখে বন্ধুর মনে
বাজতো প্রেমের বাঁশি।
বগির ভেতর দেখেছিলেম
বড় ছোটর প্রীতি।
আজকে শুধু পড়ছে মনে
শাটল ট্রেনের স্মৃতি।