শাওয়ালের চাঁদ

মারজিয়া খানম সিদ্দিকা | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

আসছে শাওয়ালের মাস, একটি পূর্ণ বছর অপেক্ষার পর। একটি পূর্ণ মাস সিয়ামসাধনা, ত্যাগতিতিক্ষার পর, অতপর এ পৃথিবীর মহাযজ্ঞের, আনন্দের ফল্গুধারায় প্রবাহমান একফালি রুপোলী চাঁদের আগমন।

পশ্চিম আকাশে রাঙানো মেঘের ফাঁকে খুঁজে ফিরি সকলে মিলে মোহনীয় খুশির আবহমান আনন্দের হাতছানি দেওয়া এক ফালি চাঁদকে। কী অসীম আকর্ষণ এই চাঁদের! সারা মাসের ব্যবসা, আয়, তপস্যা, সাধনা, ফিৎরা, যাকাতসব মিলিয়ে ঈদগাহে কাতার সাজানোর আনন্দ, ধনী গরীবে নাই ভেদাভেদ, সবার অন্তর আজ সবার জন্য উম্মুক্ত। শিশু কিশোর তাদের নতুন জামাতে সমৃদ্ধ। আজ সকলে মনের কালিমা জরাগ্রস্ততা ঝেড়ে একে অন্যকে বুকে টেনে নিয়ে সান্নিধ্যে, আনন্দে, আলিঙ্গনে, পাশাপাশি অবস্থানের মহাযজ্ঞ যেন। সহজ অবস্থানের মধ্যে সুন্দর ঈদের আনন্দ সকলের মাঝে সঞ্চারিত হোক।

পূর্ববর্তী নিবন্ধঈদ হোক সবার
পরবর্তী নিবন্ধঈদ হোক আনন্দের