শহর কুতুব আমানত খান (রহ.) শাহের ওরশ পালিত

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

হযরত শাহ্‌ আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ শরীফ গত ৩০ জুন যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জেল রোডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদে জোহর দরবার প্রাঙ্গণে হযরত শাহ্‌ আমানত খানের (রহ.) জীবন ও কর্মের উপর আলোচনা, খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে ইউনুচ, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
আখেরী মুনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন শাহজাদা হাকিম ইজাজ উদ্দিন মো. আজিম খান নক্‌শবন্দী মুজাদ্দেদী। আলোচনায় শাহ্‌সুফী হাকিম ইজাজ উদ্দিন আজিম খান বলেন, এ দরবার যে কোন দুর্দশাগ্রস্থ মানুষের ফরিয়াদ কবুলের স্থান। এ দরবার হতে যে কোন মজলুম মামলায় জর্জরিত অবস্থা থেকে মুক্তি লাভ করে থাকেন। হযরত বাবা শাহ্‌ আমানত (রহ.) এমন এক মহান অলিয়ে কামেল যার দরবারে অহরহ ফয়েজ লাভে ধন্য হচ্ছেন জাকেরিনরা। জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ ফাইয়াজ আদহাম খান সাদমান, শাহজাদা মুহাম্মদ তাহের মিয়া, সহ দরবারের অসংখ্য শাহজাদা, আলেম ওলামা, পীর মাশায়েখবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস পরলোকে
পরবর্তী নিবন্ধচবিতে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা