শর্ট সার্কিট থেকে মেট্রোপলিটন হাসপাতালে অগ্নিকাণ্ড

২ মিনিটে নিভিয়ে ফেলেন কর্মীরা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

ইলেকট্রিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে। গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে হাসপাতালের চারতলার অপারেশন থিয়েটারের করিডোরে এ ঘটনা ঘটে। তবে ফায়ার এঙিটিংগুইশার ব্যবহার করে হাসপাতালের কর্মীরাই এ আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নির্বাপণে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালের জিএম মোহাম্মদ সেলিম জানান, শট সার্কিট থেকে ধোঁয়া বের হলে আমাদের হাসপাতালের কর্মীরাই ২ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। তবে এর মধ্যে কোন এক রোগীর এটেন্ডেট ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা আসে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের উপরেও উঠতে হয়নি। নিচ থেকেই তারা চলে যায়। বড় কোন ঘটনা নয়, ছোট্ট আগুন। ২ মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে চন্দনপুরা স্টেশনের একটি ইউনিট মেট্রোপলিটন হাসপাতালে যায় বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলে বলে জানান কফিল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অভিযানে গিয়ে হামলায় আহত পাঁচ বনকর্মী
পরবর্তী নিবন্ধচারতলায় উঠলেও মাকে বাঁচাতে পারেননি শামীম