শরিয়াহ্‌ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানি গুলোর সমন্বয়

লেনদেন ২৮.৬৩ কোটি টাকা

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্‌ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। এতে নতুন ০১ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৪টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৯ টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হবে। নতুন যুক্ত হওয়া কোম্পানিটি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। বাদ যাওয়া চারটি কোম্পানি হলো- বঙ্গজ লিমিটেড, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস লি:, ডেল্টা স্পিনারস লিমিটেড এবং মিথুন নিটিং এন্ড ডাইং (সিইপিজেড) লিমিটেড।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ২৮.৬৩ কোটি টাকা। মোট ১০,৫২৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.১০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৪.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,৭৩৮.৬৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৬.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮১.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১৬.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৮১.২৫ তে। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৪,৭৫৮.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৬৯১.৪৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ২৬১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, কমেছে ৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করবে রবি
পরবর্তী নিবন্ধঢেমুশিয়া প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী