শব্দ শ্রমিক

অরূপ কুমার বড়ুয়া | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

শব্দের পরে শব্দ সাজাই
আবেগের পরে মিথ,
চরণে চরণে অন্ত মিল দেই
কবিতার গড়ি ভিত।

হিমালয় থেকে তুষার এনে
সাগরে জমাই নোনাজল,
পাথুরে পাহাড়ের কান্না ঝড়ে
ঝর্ণার জল কলকল।

সবুজ মাঠে ফসলের ক্ষেতে
বহে উত্তরী বায়,
উজান নদীতে মনের সুখে
মাঝি ভাটিয়ালি গায়।

ষড় ঋতুর দেশ বাংলাদেশে
বসন্তে ফুল ফুটে,
ফুলের হাসিতে বনানী হাসে
যখন সূর্য উঠে।

মানবতার করি জয়গান
হয়েছি প্রকৃতি প্রেমিক,
শব্দ বুননে ভালোবাসা এই
আমি যে শব্দ শ্রমিক।

পূর্ববর্তী নিবন্ধঅনুভূতির অনুভব
পরবর্তী নিবন্ধঅনন্ত যাত্রা