শব্দেরা কবিতা হয় তোমাকে ছুঁয়ে

কোহিনুর আকতার | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

শব্দেরা কবিতা হয় তোমাকে ছুঁয়ে
তুমি মিশে থাকো–
শব্দের চিন্ময় ঢেউয়ে।

ঢেউয়ে ঢেউয়ে কবিতার সিঁড়ি
তীব্র আলিঙ্গনে করে জড়াজড়ি।

কবিতার আবির মেখে শব্দেরা করে খেলা
সন্ধি করে বুকের তোলপাড় আর ভাবনার ডালপালা।

এইভাবেই ছুঁয়ে যাও আমায়
বিবর্ণ বিষাদ ধুয়ে যায় অবলীলায়।

শব্দে ও কবিতায় যাক না বেলা
থাক না কিছুটা সময় একান্তই তোমার আমার
কবিতার বুক থেকে তোলা।

পূর্ববর্তী নিবন্ধহে যুবক!
পরবর্তী নিবন্ধএকটু বাকি