একটু বাকি

ডালিয়া নাহার | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

অনেকটা পথ হেঁটে চলা
তীরে জলের চিহ্নরেখা
অনেকটা জল গড়িয়ে গেলো।

দৃষ্টি ছোঁবে দৃষ্টি দিয়ে
একটুখানি পথের দাবি
রোদ জেগেছে ভীষণ তেজে
পথ এগুনো কঠিন ভারি।
প্রখর তাপে হৃদয় জুড়ে মরুভূমি ধুধু।

এইতো কাছে আর বেশি নয়
শিরীষ গাছের দীঘল ছায়ায়
একটুখানি বিশ্রামই তো
লক্ষ্য ধরে এগিয়ে চলা।

পথ কি তবে অনেকখানি?
তীরবিদ্ধ ঝিনুক তবু
ক্লান্তিবিহীন মুক্তো ফলায়।

একটু জোরে কদম ফেলো
পাখি ডাকে এ কোন্‌ সুরে
সেই অভিপ্রেত শিল্পকলায়
এইটুকু পথ উৎরে যাবে
আর একটু পথ, একটু বাকি।

পূর্ববর্তী নিবন্ধশব্দেরা কবিতা হয় তোমাকে ছুঁয়ে
পরবর্তী নিবন্ধলাল সবুজের মুক্তির আঁচল