শপথ নিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকার

| মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। তিনি পাকিস্তানের বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নেতা এবং বেলুচিস্তান থেকে নির্বাচিত সিনেটর ছিলেন।

ইসলামাবাদের আইওয়ানসদরে এক অনুষ্ঠানে গতকাল সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সাবেক মন্ত্রিসভা সদস্যরা। খবর বিডিনিউজের।

শপথ নেওয়ার পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন কাকার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে দেওয়া হয় গার্ড অব অনারও।

পাকিস্তানের জিও নিউজ জানায়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারের প্রথম কাজ হবে নির্বাচনের সময়কালে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা নির্বাচন করা।

গত ৯ অগাস্ট পাকিস্তানের পার্লেমেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিনদিন আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হয়। তবে বিদায়ী সরকার নির্বাচন অনুষ্ঠানে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবুলিং-র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের নির্দেশ
পরবর্তী নিবন্ধমাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার