বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, থানা পুলিশ পপরিদর্শক মো. আজিজুল ইসলাম। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফয়ানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন।এ বক্তারা বলেন পিছিয়ে পড়া বাঁশখালীকে এগিয়ে নেওয়ার জন্য মা’ সমাবেশ এবং তাদের সাথে বৈঠক করে শিক্ষার গুরুত্ব অবহিত করতে হবে। শিক্ষার্থীরা যাতে স্কুল ত্যাগ না করে তার জন্য কাজ করতে হবে। বাঁশখালী সহকারি শিক্ষা কর্মকর্তা ৭টি পদ থাকলেও তার মধ্যে দুই জন মাত্র রয়েছে বলে জানানো হয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। জাতির জনক ক্ষমতায় এসে প্রথম শিক্ষককে জাতীয়তা করন করেন। শিক্ষার ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে ।