এক মামলার ১৪ আসামির জামিন

শোকসভার অনুষ্ঠানে হামলার ঘটনা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত শোকসভায় হামলার ঘটনায় চন্দনাইশ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ১টি মামলায় গতকাল বুধবার ১৪ জন আসামি জামিন লাভ করেছে। জামিনে মুক্তি পাওয়া আসামিরা জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা জিহানের আদালতে আত্মসমর্পন করলে আদালত এ আদেশ দেন।
জামিনে মুক্তি পাওয়া আসামিরা হল, মাইনুর রহমান আসিফ (৩২), মো. সেলিম (৪২), আজিজুর রহমান (২৯), আবদুল জলিল (৫১), সাইদুল ইসলাম শাওন (২৫), মো. সাইমন (২৩), আবুল কাশেম (৩৫), মো. মুছা (৫০), মো. সেলিম (৪৫), মো. ওসমান (৪২), নুরুল ইসলাম প্রকাশ রানা (৪৫), লোকমান হাকিম (৪৪), মাহাবুবুল আলম বাবুল (৫৫), আলম (৪৫)। এদিকে উক্ত মামলার ১নং আসামি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক হয়েছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিকেলে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোকদিবসের আলোচনা সভা চলাকালে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়। উক্ত ঘটনায় ছাত্রলীগ নেতা আবুল ফয়সাল বাদি হয়ে গত ২ সেপ্টেম্বর ২১ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এর আগে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় কেদ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন বাদি হয়ে ১০ জনের নাম দিয়ে অপর ১টি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মা’দের সচেতন করতে হবে
পরবর্তী নিবন্ধতৃণমূল নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে