শঙ্কা তো আছেই সকলকে সতর্ক থাকতে হবে

প্রফেসর ডা. মো. ইসমাইল খান

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান বলেছেন, শীত বলে কথা নয়, কালও সংক্রমণ বেড়ে যেতে পারে। করোনা সংক্রমণের প্রায় ২ বছরে আমরা এরই মাঝে দুটি গ্রীষ্ম ও একটি শীতকাল পার করেছি। এখন আরেকটি শীতকাল শুরুর পথে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীত-গ্রীষ্ম ও বর্ষায় সংক্রমণের তারতম্যের বিজ্ঞানসম্মত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিশ্বের বেশ কিছু দেশে এখন সংক্রমণ পুনরায় বাড়ছে। আর অতিমারির একটি বৈশিষ্ট্য হলো আউটব্রেক এ্যানি হোয়্যার, আউটব্রেক এভরি হোয়্যার। অর্থাৎ বিশ্বের যেকোনো প্রান্তে সংক্রমণ বাড়লে তা অন্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, সংক্রমণ বাড়লেও আতঙ্কের কিছু আছে বলে মনে হয় না। কারণ, এরই মাঝে সকলের কম-বেশি অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া আগে আক্রান্তদের মাঝে শারীরিক জটিলতা গুরুতর ও মৃত্যুর হার বেশি ছিল। কিন্তু টিকা আবিষ্কারের পর জটিলতা ও মৃত্যুর হার কমে গেছে। এটা অনেকটা প্রমাণিত। তবে টিকা নিলেও হেলাফেলা করার সুযোগ নেই। সংক্রমণ থেকে বাঁচতে ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মুখে মাস্ক পরার বিকল্প নেই। এ বিষয়ে সকলকে সতর্ক হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা নিয়ে সকলের অভিজ্ঞতা হয়েছে এটা বড় শক্তি
পরবর্তী নিবন্ধদেশে বিনিয়োগ করুন