করোনা নিয়ে সকলের অভিজ্ঞতা হয়েছে এটা বড় শক্তি

অধ্যাপক ডা. এম এ সাত্তার

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ সাত্তার বলেন, সাধারণভাবে ভাইরাল ডিজিজের সংক্রমণ শীতকালে একটু বেড়ে যায়। সে হিসেবে করোনা সংক্রমণও বাড়তে পারে। তবে সংক্রমণের মাত্রা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। অবশ্য, সংক্রমণ বাড়লেও চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা সবাই মোটামুটি প্রস্তুত। আমাদের চমেক হাসপাতালে আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হচ্ছে। তাছাড়া করোনা নিয়ে এখন কম-বেশি সকলের অভিজ্ঞতা হয়ে গেছে। এটা কিন্তু বড় ধরনের একটা শক্তি। তাই সংক্রমণ বাড়লেও তেমন একটা সমস্যা হবে বলে মনে হয় না। প্রথম দিকে তো কারো কোনো অভিজ্ঞতাই ছিল না, যার কারণে পরিস্থিতি কিছুটা খারাপ ছিল।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার কথা শোনা গেছে। সে হিসেবে নতুন ভ্যারিয়েন্ট আমাদের এখানেও ছড়ানোর শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে এরপরও আগের মতো ততটা খারাপ পরিস্থিতির আশঙ্কা আছে বলে মনে হয় না। কারণ, ভ্যাকসিনের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। আমরা দেখেছি, ভ্যাকসিন গ্রহণের পর কেউ আক্রান্ত হলেও তার শরীরে গুরুতর জটিলতা দেখা যাচ্ছে না। মৃত্যুঝুঁকি তো অনেক কম। এমনকি হাসপাতালেও ভর্তির প্রয়োজন পড়ছে না। আর এই সময়ের মধ্যে অনেকেই কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেছেন। যদিও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম আরো বেগবান করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ বাড়লেও মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে
পরবর্তী নিবন্ধশঙ্কা তো আছেই সকলকে সতর্ক থাকতে হবে