লড়াইয়ের জন্য আমি প্রস্তুত প্যাঁচাচ্ছে মাস্ক : জাকারবার্গ

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

এক থ্রেডস পোস্টে মেটা সিইও মার্ক জাকারবার্গ বলেছেন তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। এখন, ইলন মাস্ক সময় নির্ধারণ না করলে বিশ্বাস করতে পারছেন না যে লড়াইটা আদৌ হবে। মাস্ক শুক্রবার দাবি করেন, লড়াইটি এক্স এবং মেটা উভয় প্লাটফর্মেই সরাসরি সমপ্রচার করা হবে, এবং ক্যামেরায় যা দেখা যাবে তাতে প্রাচীন রোম থকবে পুরোটা জুড়েই। এদিকে ইতালির সংস্কৃতি মন্ত্রী মন্তব্য করেছেন, মাস্ক যেভাবে বলছেন তেমন কিছু হবে না, এমনকি রোমে কোনো লড়াই হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি। আর এখন জাকারবার্গ বলছেন, যেভাবে বাদবাকি বিস্তারিত উঠে আসছে, তা তাকে অবাক করছে। আমি খেলাটি ভালোবাসি এবং ইলন আমাকে চ্যালেঞ্জ করার দিন থেকে লড়াই করার জন্য প্রস্তুত আছি, বলেছেন জাকারবার্গ। খবর বিডিনিউজের।

তিনি যদি কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেন, তবে আমার কাছ থেকে জবাব পাবেন আপনারা। তার আগ পর্যন্ত তিনি যাই বলুন, ধরে নিন যে, সেগুলো একতরফা। লোহার খাঁচায় লড়াইয়ের আইডিয়াটি জুনে প্রথম উচ্চারণ করেন মাস্ক। অন্যদিকে জুজুৎসু সম্পন্ন করে মার্শাল আর্টে ট্রেইনিং নেওয়া জাকারবার্গ প্রথম থেকেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএকবছরে মারা গেছে রেকর্ড ৪৯,৪৪৯ জন
পরবর্তী নিবন্ধসৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ফিলিস্তিন