লোহাগাড়া কুমিরাঘোনায় বায়তুশ শরফের ইছালে সাওয়াব মাহফিল

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া কুমিরাঘোনা আখতরাবাদে আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল ৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় শেষ হয়। দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি কামনায় এতে আখেরী মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী। আখেরী মুনাজাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এর আগে তকরীর পেশ করেন আল্লামা সাইয়েদ ড. এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরী।
উল্লেখ্য, বড়পীর গাউছুল আযম হযরত মহিউদ্দন আবদুল কাদের জিলানী (রা:) স্মরণে প্রায় সাত দশক পূর্বে কুমিরাঘোনায় বায়তুশ শরফের প্রাণপুরুষ শাহসুফী মীর মোহাম্মদ আখতর (রহঃ) এই মাহফিলের প্রবর্তন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলাম আকবরের সুস্থতা কামনায় উত্তর জেলা বিএনপির মাহফিল
পরবর্তী নিবন্ধইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে বিএসবিআরএ সদস্যদের মতবিনিময়