লোহাগাড়ায় সরঞ্জামসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ছুরি-শাবলসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের চর পাড়ার ফরিদ আহমদের পুত্র মো. লোকমান (৩৩) ও কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের মৃত দানু মিয়ার পুত্র মো. মামুন (৩০)। পুলিশ জানায়, রোববার গভীর রাতে প্রায় ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৪২০০) নিয়ে লোহাগাড়ায় ঢুকে। চুনতি চেক পোস্টে পুলিশ মিনিট্রাকটি থামানোর জন্য সংকেত দেয়। সংকেত অমান্য করায় ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার একাধিক থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে থানায় ৩টি মামলা রুজু করা হয়েছে। গতকাল সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধসরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে