লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৭৮ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ায় ও গতকাল বুধবার আধুনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

জানা যায়, কৃষি জমির টপসয়েল কাটায় পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী পাড়ার জাফর আহমদের পুত্র মো. রিয়াদকে ৬০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আধুনগর বাজারের অনুপম ফার্মেসির মালিক কল্যাণ পালকে ১৫ হাজার টাকা ও সৌদিয়া ফার্মেসির মালিক ফরিদুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে আলোচনা সভা