লোহাগাড়ায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরণ মামলায় বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নুরুল হক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দিন। পুলিশ জানায়, গত বছর ৮ ডিসেম্বর মাঝরাতে উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতিসাধন এবং হুকুম প্রদানের অপরাধসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একইদিন উক্ত ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপিজামায়াতের ২১ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। ওই ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্তে পাওয়া গেছে। তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই সত্যজিত ভৌমিক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামি পক্ষের আইনজীবী এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী জানান, তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন জানান, অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে বটতলী স্টেশনে আসেন গ্রেপ্তারকৃতরা। গাড়ি থেকে নামার সাথে সাথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধতারেক ও জোবায়দা আইনজীবী পাবেন কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধনির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন হবে : তথ্যমন্ত্রী