লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ৬ মামলা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থককে ৬ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় পদুয়া ও চুনতি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় উপজেলার ৬ ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবলোকন করা হয়েছে। এলাকার সাধারণ মানুষকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন দেয়াল, গাছ, অটোরিকসা, মোটরসাইকেল, জিপ গাড়ি ও স্থাপনায় সাঁটানো প্রার্থীদের নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও গৃহহীনদের গৃহ প্রদান
পরবর্তী নিবন্ধকরোনার ক্রান্তিকালে মানবতার এক অনন্য নজির গাউসিয়া কমিটি