লোহাগাড়ায় তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৪ মে, ২০২২ at ৩:২৯ অপরাহ্ণ

লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে শিক্ষকরা বিদ্যালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। শনিবার সকালে বিদ্যালয়ের এসে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা।

ভেতরে প্রবেশ করে দেখতে পান আলমারি ও ডেস্কের তালা ভাঙা এবং হলরুমের সাউন্ড সিস্টেম, ল্যাপটপ ও নগদ ১ হাজার টাকা পাওয়া যাচ্ছে না। পরে বিদ্যালয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা তছনছ করে ফেলে অফিস কক্ষে থাকা মালামাল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডাক্তার মোহাম্মদ ইসাকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব