লোহাগাড়া উপজেলায় ৭টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ইউএনও আহসান হাবিব জিতু।
ইউএনও বলেন, অভিযানে সদর ইউনিয়নের সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, খায়ের আহমদের মালিকানাধীন কেএনবি ইটভাটাকে ১ লাখ টাকা, চরম্বা ইউনিয়নে বশির কোম্পানির মালিকানাধীন এলবিএম ইটভাটাকে ১ লাখ টাকা, আইয়ুব মেম্বারের মালিকানাধীন এবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা, নুরুল কবির সওদাগরের মালিকানাধীন এনকেবি ইটভাটাকে ১ লাখ টাকা, নুরুল ইসলাম কোম্পানির মালিকানাধীন এসবিএল ইটভাটাকে ৫০ হাজার ও আধুনগর ইউনিয়নে শাহাব উদ্দিনের মালিকানাধীন কিউবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জানান, ইটভাটা প্রস্তুত আইন ২০১০ এর ধারামতে এ জরিমানা করা হয়। অভিযানে এসিল্যান্ড নীলুফা ইয়াছমিন চৌধুরী, চুনতী ভূমি অফিসের শরফুদ্দিন খাঁন সাদি ও সমীর চক্রবর্তী সহায়তা করেন। উল্লেখ্য, গত সোমবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মঘদীঘি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেরাছ মিয়ার মালিকানাধীন এবিএম ইটভাটাকে লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও ৪০ মণ কাঠ জব্দ করা হয়।