লোহাগাড়ার পদুয়া অবৈধভাবে উত্তোলনকৃত ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকালে ইউনিয়নের ছাফুরা খাল ও ধইন্ন্যার বিল এলাকায় অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
এ সময় আরো ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, এসআই রুহুল আমিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি ও নয়ন দাশ প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে ছাফুরা খাল ও ধইন্ন্যা বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। পরিবেশে ভারসাম্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএক ইলিশ ৮ হাজার টাকা
পরবর্তী নিবন্ধসাহেব পুকুর লেইন যুব কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি