লোডশেডিংয়ের জন্য সরকারের গণবিরোধী নীতিই দায়ী

আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে আবু সুফিয়ান

| শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিদ্যুৎ খাতে সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য সরকারের গণবিরোধী নীতিই দায়ী। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের সামনে সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে এসব কথা বলেন। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। দুপুর ১২টায় বিএনপি নেতা আবু সুফিয়ান ও এনামুল হক এনামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিদ্যুৎ অফিসে প্রবেশ করে প্রধান প্রকৌশলী রেজাউল করিমের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়া চেয়ারম্যান, আবদুল গাফ্‌ফার চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, প্রমুখ।

উত্তর জেলা বিএনপি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে অব্যাহত লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর বরাবরে গতকাল আগ্রাবাদস্থ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্পের উৎপাদনে ভীষণভাবে কমে গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে অব্যাহত লোডসেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল আজিম উল্লাহ বাহার, এড. আবু তাহের, অধ্যাপক আজম খাঁন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,শাহীদুল ইসলাম চৌধুরী, আবু জাফর চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে